Home » সিলেবাস » নতুন কারিকুলাম পরীক্ষা পদ্ধতি: এসএসসি ২০২৬ মূল্যায়ন যেভাবে

নতুন কারিকুলাম পরীক্ষা পদ্ধতি: এসএসসি ২০২৬ মূল্যায়ন যেভাবে

নতুন কারিকুলাম এসএসসি ২০২৬ পরীক্ষার মূল্যায়ন নিয়ম

নতুন কারিকুলাম পরীক্ষা পদ্ধতি চুড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। ২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষা নতুন কারিকুলাম অনুসারে অনুষ্ঠিত ও মূল্যায়ন করা হবে।

নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতিতে এসএসসি ২০২৬ পরীক্ষার মূল্যায়ন নিয়ম

নতুন কারিকুলামের পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) প্রস্তাবনা অনুযায়ী এসএসসি সমমানের পরীক্ষা কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

১ জুলাই তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এনসিসিসির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন শিক্ষাক্রমের কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার (এসএসসি) মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খুব শীঘ্রই শিক্ষা বোর্ডগুলো এসএসসি সমমানের নতুন কারিকুলাম মূল্যায়ন কাঠামো প্রকাশ করবে বলে জানা গেছে।

নতুন কারিকুলাম পরীক্ষা পদ্ধতি: নির্বাচনী পরীক্ষা হবে না

বর্তমানে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে দশম শ্রেণিতে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট) উত্তীর্ণ হতে হয়। কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না।

তবে কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণিতে ৭০ শতাংশ কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না।

এসএসসির পাবলিক পরীক্ষার লিখিত অংশ থাকবে

এসএসসি সমমানের মূল্যায়নে লিখিত অংশ থাকবে। নতুন কারিকুলামে এসএসসি মূল্যায়নে, লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫ শতাংশ। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের করা হবে।

এসএসসির লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে। আর পরীক্ষা শেষে একযোগে ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো

এসএসসি সমমানে সাত ধাপে মুল্যায়ন

এসএসসি সমমানে বিষয় ভিত্তিক মূল্যায়ন ফলাফলের ক্ষেত্রে সাতটি ধাপের (স্কেলের) কথা বলা হয়েছে। যথা-প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য।

যেমন সর্বোচ্চ স্কেল ‘অনন্য’ বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। আর প্রারম্ভিক স্তর বলতে পারদর্শিতার সবচেয়ে নিচের স্তরকে বোঝানো হবে।

শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে শিখনকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে।

মূল্যায়নের ফলাফল ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না। পারদর্শিতার স্তর অনুযায়ী এই লেটার গ্রেড হবে।

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি

এসএসসি সমমানের চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে।

কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না। তবে মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে পরে দুই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

তবে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসিতে ফেল বিষয়ে পাস করতে হবে। তা না হলে ভর্তি বাতিল হবে।

নতুন কারিকুলাম এসএসসি পরীক্ষার পদ্ধতি নিয়ে আরো জানতে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুলের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৪ (৬ষ্ঠ-৯ম শ্রেণি)

দাখিল ৬ষ্ঠ-৯ম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৪

৬ষ্ঠ-৯ম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪

তথ্যসূত্র-

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।