কারিগরি আগস্ট এমপিও ২০২২: শিক্ষকদের বেতনের চেক ছাড়

কারিগরি আগস্ট এমপিও ২০২২ (Technical August MPO 2022): শিক্ষক-কর্মচারীদের আগস্টের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি আগস্ট এমপিও ২০২২: শিক্ষক-কর্মচারীদের আগস্টের বেতন-ভাতার চেক ছাড়

বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট/২০২২ খ্রি. মাসের মূল বেতন ভাতা হস্তান্তর করা হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষকদের বেতনের চেক ছাড় করা হয়।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৮/০৯/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানুন।

কারিগরি আগস্ট মাসের বেতনের নোটিশ ২০২২

কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৫২৪,১৫২৫, ১৫২৬ ও ১৫২৭ তারিখ : ০৪-০৯-২০২২।

আরো জানুন:

August MPO 2022: স্কুল-কলেজের আগস্টের বেতনের চেক হস্তান্তর

এমপিও মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক ছাড়

Non-Govt. Technical Teacher August MPO Sheet 2022

নিচের লিংক থেকে কারিগরির আগস্ট মাসের এমপিও শিট ডাউনলোড করুন।

২০২২ সালের কারিগরি শিক্ষকদের আগস্ট মাসের বেতনের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন ২০২২ (সংশোধিত)

ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন